সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন বছরে দর্শকদের মন জয় করবে যে সিনেমাগুলো

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বিদায়ী ২০২৪ বছরটা ছিল দেশের শোবিজ অঙ্গনের জন্য হতাশার। বছরজুড়ে খুব বেশি সাফল্যের দেখাও মেলেনি। তাই তো নতুন বছরে সেই খরা কাটানোর আশায় দেশের শোবিজ অঙ্গন। গতকাল শুরু হয়েছে নতুন বছর ২০২৫। আর এ বছরেই মুক্তির তালিকায় রয়েছে বেশ কিছু কাহিনিনির্ভর ও বাণিজ্যিক ঘরানার সিনেমা। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, এ বছর অন্তত ১০ টি ছবি আসছে প্রেক্ষাগৃহে; যার জন্য অপেক্ষার প্রহর গুনছেন দর্শকেরা। তবে চলুন জেনে নেওয়া যাক সেই ছবিগুলো সম্পর্কে।

রিকশা গার্ল
অমিতাভ রেজা নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্সের সর্বাধিক বিক্রিত একই শিরোনামের একটি বইয়ের গল্প নিয়ে এটি নির্মিত। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

ঠিকানা বাংলাদেশ
আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া অভিনীত এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাঁধন লিংকন প্রমুখ। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রথমে এর নাম ‘ফুটবল ৭১’ ঠিক করা হলেও পরবর্তীতে তা বদলে ‘ঠিকানা বাংলাদেশ’ করা হয়েছে।

হাউ সুইট
নাচে-গানে ভরপুর রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘হাউ সুইট’। এতে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নির্মাতা কাজল আরেফিন অমির এই ওয়েব ফিল্ম ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

ঘুমপরী
ভালোবাসা আর মায়ায় জড়ানো গল্পে জুটি বাঁধলেন প্রীতম হাসান ও তানজিন তিশা। প্রথমবার পর্দায় একসঙ্গে অভিনয় তাদের। ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম।

মধ্যবিত্ত
সিনেমাটিতে মধ্যবিত্ত শ্রেণির জীবন-সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা তানভীর হাসান। নাট্যধর্মী গল্পে নির্মিত এতে মুখ্য ভ‚মিকায় অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, ওমর মালিক, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি প্রমুখ। আগামীকাল শুক্রবার এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সাবা
এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ফুটিয়ে তুলে এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। চলতি বছর শুরুর দিকেই চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। যদিও তারিখ চূড়ান্ত হয়নি।

পিনিক
প্রথমবার খলচরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার বিপরীতে অভিনেতা আদর আজাদকে দেখা যাবে। অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলারধর্মী এ সিনেমা পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

নীলচক্র
ক্রাইম ঘরানার এ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এতে মূল আকর্ষণ হিসেবে রয়েছেন সংগীতশিল্পী বালাম। প্রথমবারের মতো দর্শকরা তাকে চলচ্চিত্রে দেখতে পাবেন। নীলচক্র’তে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান প্রমুখ। পরিচালনা করেছেন মিঠু খান।

দাগী
‘সুড়ঙ্গ’র পর ফের একসঙ্গে জুটি বাঁধলেন আফরান নিশো ও তমা মির্জা। রোমান্স, ড্রামা ও অ্যাকশন ঘরানায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। চলচ্চিত্রটি এ বছর যেকোনো একটি ঈদে মুক্তি পেতে পারে।

বরবাদ
সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান ও ইধিকা পাল। তাদের সঙ্গে চমক হিসেবে থাকছেন টালিউডের যীশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। ২০২৫ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।


এই বিভাগের আরো খবর