বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিয়ায় নির্বাচন আয়োজনে ৪ বছর সময় লাগতে পারে, বললেন শারা

প্রতিনিধি: / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ডি ফ্যাক্টো শাসক আল-শারা দেশটিতে নির্বাচন কবে হতে পারে, তা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠান করতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। রোববার সৌদি আরবের সমপ্রচারমাধ্যম আল অ্যারাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আল-শারা এ কথা বলেন। তাহরির আল-শাম (এইচটিএস) এর সশস্ত্র শাখা বিলুপ্তির সঙ্গে সিরিয়ার সশস্ত্র বাহিনীকে একীভূত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শারা সিরিয়ার অন্তর্র্বতীকালীন সময়ে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে বলেন, সিরিয়ার জন্য সৌদি আরব যা করেছে, তার জন্য আমি গর্বিত। সিরিয়ার ভবিষ্যতে সৌদি আরবের বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, সিরিয়ার স্বাধীনতা আগামী ৫০ বছরের জন্য পুরো অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে। ইরান ও রাশিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই না রাশিয়া সিরিয়ার সঙ্গে তার সম্পর্ক থেকে ‘অনুপযুক্ত উপায়ে’ বেরিয়ে যাক। আর ইরানের উচিত ছিল সিরিয়ার জনগণের পক্ষ নেওয়া। আল-শারা জানিয়েছেন, তারা ইতিমধ্যেই একটি জাতীয় সংলাপ সম্মেলনে হায়াত তাহরির আল-শাম বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন।


এই বিভাগের আরো খবর