সর্বশেষ :
বাগেরহাটে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী রাহাদ।। মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে   জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন মরক্কোতে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু গুয়াতেমালার আদিবাসী অঞ্চলে সংঘর্ষে নিহত ১৩ বলসোনারোর সাজা কমানো বিলের বিরুদ্ধে ব্রাজিলে হাজার হাজার মানুষের বিক্ষোভ থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরাইলে চলতি সপ্তাহে তৃতীয় হামলা হাউছিদের

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : চলতি সপ্তাহে ইসরাইলে তৃতীয়বারের মতো হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি সমপ্রদায়। এতে এই সপ্তাহে কয়েক মিলিয়ন ইসরাইলি আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। গত মঙ্গলবার শসস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ভোরে মধ্য ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হাউছি সমপ্রদায়। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো হামলা চালায় গোষ্ঠীটি। সূত্রটি জানিয়েছে, এ হামলায় হাউছিদের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করেছে ইসরাইলি সেনারা। এ ঘটনায় মধ্য ইসরাইলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল। ইসরাইলের ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, হামলায় মধ্য ইসরাইল থেকে অনেকে পালিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে। এ সময় দ্রুত আক্রান্ত এলাকা ত্যাগ করতে গিয়ে ২০ এর বেশি ইসরাইলি আহত হয়েছে। হাউছিরা গতকাল ঘোষণা করেছিল, অধিকৃত ফিলিস্তিনি এলাকায় ইসরাইলি বাহিনীর দু’টি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরাইলি সেনারা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া এক বিবৃতিতে বলেছেন, তার বাহিনী ইসরাইলের দু’টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইয়াফা নামের দু’টি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি আরো বলেন, তারা অধিকৃত আসকালান ও হাইফা নগরীতে ওই হামলা চালায়। এ সময় তাদের ড্রোনগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এসব হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র : আল জাজিরা


এই বিভাগের আরো খবর