চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে ডাকাত হামলা চালিয়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এমন ঘটনার খবর পাওয়া যায়।
বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাহাজটির নাম “এমভি আল-বাখেরা”। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্থানীয়রা।
চাঁদপুর নৌ-পুলিশ সুপার জানিয়েছেন, ওই ছয়জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করা হয়েছে।
বিস্তারিত আসছে…