সর্বশেষ :
পিরোজপুরে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত  বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত।। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক নির্বাচনি টকশোতে ব্যক্তিগত আক্রমণ নয়, কড়া বার্তা ইসির নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কূটনৈতিক উত্তেজনার মধ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব মোরেলগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শিল্পকলার সাত মিলনায়তনের নাম পরিবর্তন করা হবে

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বদলে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাত মিলনায়তনের নাম। এরমধ্যে থাকছে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনও। গত শুক্রবার সন্ধ্যায় নাট্যশালায় এক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নামকরণের বিষয়টি জানিয়েছেন। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নাম হবে আলাওল নাট্যালয়, স্টুডিও থিয়েটারের হবে চন্দ্রাবতী নাট্যালয় এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হচ্ছে সেলিম আল দীন নাট্যালয়। বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডআপ কমেডি ‘জোকের রাজনীতি। এই অনুষ্ঠানেই নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম বদলের তথ্য জানান শিল্পকলার মহাপরিচালক। কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হবে তা পরে জানিয়ে দেবে শিল্পকলা একাডেমি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাডেমি সূত্রে জানা গেছে, শুধু জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন নয়, চারুকলা ভবন এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের আরও চারটি মিলনায়তনের নামও বদল হচ্ছে। এর মধ্যে সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে বিশ^খ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মরমি সাধক শাহ আবদুল করিমের নামে। এছাড়া চারুকলা ভবনের মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে।


এই বিভাগের আরো খবর