বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

একাধিক স্থানে আগুনে পুড়ে জাপানে ৮ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : জাপানের একাধিক স্থানে আগুনে পুড়ে আটজননের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশে। জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এই খবর জানিয়েছে। টোকিওর দক্ষিণে ইয়োকোসুকাতে একটি দোতলা বাড়িতে আগুন লেগে দুই জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতদেহ দুটি ৯২ বছর বয়সী একজন পুরুষ ও তার ৮৯ বছর বয়সী স্ত্রীর। প্রতিবেদনে আরও বলা হয়, এদিন ভোরে উত্তর-পূর্ব জাপানের আকিতা প্রিফেকচারের নোশিরো শহরের একটি বাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়। এ সময় ১৭ বছর বয়সী একটি মেয়ে আহত হয়। পুলিশ জানিয়েছে, আহত মেয়েটি হাই স্কুলের একজন ছাত্রী। সে তার বাবা-মা ও দাদির সঙ্গে থাকত। একই শহরের একটি দোতলা আবাসিক ভবনে পৃথক আগুনের ঘটনায় ৬৮ বছর বয়সী আরও এক নারীর মৃত্যু হয়েছে। দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকার একটি বাড়িতেও আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে দুটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, বাড়ির পাঁচ বাসিন্দার মধ্যে তিনজন পালিয়ে গেছে এবং তাদের মধ্যে দুজন আহত হয়েছে।


এই বিভাগের আরো খবর