বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নারায়ণগঞ্জে পূর্বাচলের একই লেকে মিললো সুজানার বন্ধু কাব্যর লাশ

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

কলেজছাত্রী সুজানার পর এবার নারায়ণগঞ্জের পূর্বাচলের একই লেক থেকে তার বন্ধু শাহিনুর রহমান কাব্যর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচের লেকের পানি থেকে কাব্যর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ছাড়া সুজানা ঢাকার ভাষানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। গতকাল বুধবার সকালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশের সহযোগিতায় সেতুর নিচ থেকে লেকের পানিতে মোটরসাইকেলের নিচে তার লাশ পায়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে। পরে ওই তরুণীর স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সঙ্গে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। আজ (গতকাল বুধবার) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ কাব্যর লাশ উদ্ধার করে। দুপুরে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, গত মঙ্গলবার এক মেয়ের লাশ পাওয়া গেছে এবং গতকাল বুধবার সেখান থেকে এক ছেলের লাশ পাওয়া গেছে। তারা দুজন বন্ধু ছিল। তারা একটা মোটরসাইকেলে সেখানে ঘুরতে এসেছিল। আমাদের ধারণা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে সেখানে পড়ে তাদের মৃত্যু হয়েছে। ফলে এটি সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হবে। সুজানার পরিবারের বরাত দিয়ে এএসপি মেহেদী ইসলাম জানান, গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুজানা। এরপর রাতে সে আর বাসায় ফেরেনি। মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটি শনাক্ত করে পুলিশ। হেলমেটটি দশম শ্রেণির শিক্ষার্থী কাব্যর বলে নিশ্চিত করেছে তার পরিবার। তিনি আরও জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। গত মঙ্গলবার সুজানার লাশ মিললেও নিখোঁজ ছিলেন কাব্য। এরপর গতকাল বুধবার সকালে একই লেকের অপর পাশ থেকে কাব্যের লাশ উদ্ধার করা হয়।


এই বিভাগের আরো খবর