বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হিজাব ছাড়া কনসার্ট করার অভিযোগে ইরানে ইউটিউব গায়িকা আটক

প্রতিনিধি: / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : হিজাব ছাড়া ইউটিউবে ভার্চুয়াল কনসার্ট করার অভিযোগে এক গায়িকাকে আটক করেছে ইরানি কর্তৃপক্ষ।রোববার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আইনজীবী মিলাদ পানাহিপুর জানান, গত শনিবার উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের রাজধানী সারি শহর থেকে ২৭ বছর বয়সী পারাস্তু আহমাদিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিচার বিভাগ আহমাদির কনসার্ট পারফরম্যান্সের বিষয়ে একটি মামলা দায়ের করেছিল। তিনি একটি দীর্ঘ কালো ¯িøভলেস এবং কলারবিহীন পোশাক পরে পারফর্ম করেন, তবে হিজাব ছিল না। আহমাদি আগের দিন ইউটিউবে তার কনসার্ট পোস্ট করে বলেছিলেন, আমি পারাস্তু, এমন একটি মেয়ে যে আমার ভালবাসার মানুষের জন্য গান গাইতে চায়। গান আমার কাছে এমন একটি বিষয়, যা আমি উপেক্ষা করতে পারি না। যে দেশকে আমি মনেপ্রাণে ভালোবাসি, সে দেশের জন্য গান গাইছি। আইনজীবী মিলাদ পানাহিপুর অ্যাসোসিয়েটেড এপিকে বলেছেন, দুর্ভাগ্যক্রমে আমরা পারাস্তুর বিরুদ্ধে অভিযোগ জানি না। আমরা আইনি কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি দেখবো।


এই বিভাগের আরো খবর