বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্রিসে নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৪০

প্রতিনিধি: / ১৯১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : গ্রিসের ক্রিট দ্বীপের কাছে স্থানীয় সময় শনিবার ভোরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং ৪০ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গ্রিসের কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে। ইআরটি নিউজ জানিয়েছে, নৌকাটি দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ১২ নটিক্যাল মাইল দূরে ডুবে যায় এবং ৪০ জন এখনো নিখোঁজ রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, মধ্যরাতের পর পরই নৌকাটি উল্টে যায়। তার পর থেকে গাভডোস দ্বীপের দক্ষিণে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযানে ইতালির একটি ছোট যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার কাজ করছে এবং আরো বেশ কয়েকটি জাহাজ দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরেকজনকে হেলিকপ্টারে করে ক্রিটের খানিয়া শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং নিবিড় পরিচর্যায় ভর্তি করা হয়েছে। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের প্রবেশে এ বছর ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রোডস ও দক্ষিণ-পূর্ব এজিয়ান অঞ্চলে এ প্রবৃদ্ধি ৩০ শতাংশ। এ ছাড়া সা¤প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের একাধিক দুর্ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষের দিকে স্যামোস দ্বীপের উত্তরে একটি নৌকাডুবিতে আটজন অভিবাসী প্রাণ হারায়, যাদের মধ্যে ছয়জনই শিশু। ওই রুটটি মানবপাচারকারীরা প্রায়ই ব্যবহার করে থাকে।
সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর