সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল টুইটার ত্যাগ করল

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

জার্মানের বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বজুড়ে নন্দিত। সারা দুনিয়ার সিনেমাওয়ালারা এই উৎসবে হাজির হন তাদের সিনেমা নিয়ে। রঙ বেরঙের সাজে আসেন তারকারা। বসে পরিচালক-তারকা ও প্রযোজকদের মিলনমেলা। উৎসবের নানা বিষয় উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। তবে এবারের বার্লিন চলচ্চিত্র উৎসব ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট টুইটার (এক্স) ব্যবহার থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিছু দিন আগে একই সিদ্ধান্ত নিয়েছিলেন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক আলবার্তো বারবেরা। ইউরোপের অন্যতম বড় বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল (বার্লিনাল) জানিয়ে দিয়েছে, তারা ৩১ ডিসেম্বর ২০২৪ এর পর থেকে টুইটার ব্যবহার করা বন্ধ করবে। তারা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মনোযোগ দেবে। ‘বার্লিনালের সব খবরের সাথে সংযুক্ত থাকতে আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, লিংকেডিন, ইউটিউব এবং ওয়েবসাইটের সঙ্গে থাকুন’’- বার্লিন উৎসব থেকে বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। তবে বার্লিনাল টুইটার ছাড়ার কারণ ব্যাখ্যা করেনি। ধারণা করা হচ্ছে এলন মাস্কের রাজনৈতিক মতাদর্শ এর কারণ। মাস্ক আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক। ২০২২ সালে মাস্ক সাবেক টুইটার কিনে নেয়ার পর এক্স নাম দেন। তারপর থেকেই প্ল্যাটফর্মটি ডানপন্থী এবং অতিরিক্ত ডানপন্থী মতামতের প্রতি খোলামেলা সমর্থন দিয়ে যাচ্ছে। এর ফলে ইউরোপীয় সাংস্কৃতিক সংগঠনগুলো বিশেষ করে যারা উদারপন্থি মতাদর্শ ধারণ করে তাদের জন্য সমস্যা সৃষ্টি হয়েছে। তাই তারা টুইটার এড়িয়ে চলার চেষ্টা করছেন। তারই একটি দৃষ্টান্ত স্থাপন করল বার্লিন চলচ্চিত্র উৎসব। মাস্ক সম্প্রতি জার্মান রাজনীতির ব্যাপারেও মন্তব্য করেছেন। তিনি প্রায়ই ফার-রাইট এএফডি দলের সমর্থনে পোস্ট এবং মন্তব্য করেন, যা দেশটির অভিবাসনবিরোধী নীতির পক্ষে। সেজন্যও জার্মানে টুইটার বিরোধী মতাদর্শ জনপ্রিয় হচ্ছে। এর আগে চলতি বছরে ইটালির ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক আলবার্তো বারবেরাও টুইটার ব্যবহার না করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘এমন একটি প্ল্যাটফর্মে থাকতে আর ইচ্ছা হচ্ছে না যার লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের সঙ্গে মেলে না।’


এই বিভাগের আরো খবর