কপিলমুনি (খুলনা) অফিস: ক্ষমতার পালা বদলের রোষানলে অকার্যকর কপিলমুনির ব্যবসায়ী সংগঠন কপিলমুনি বণিক সমিতি আবারো পুনর্জীবিত হলো, ফিরে পেল প্রাণচঞ্চল্য, নতুন করে গঠিত হলো (বিনোদগঞ্জ) বণিক সমিতির আহবায়ক কমিটি। বুধবার রাত ৮ টায় সমিতি কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র কুমার সাধুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চম্পক কুমার পালকে আহবায়ক,শেখ আনোরুল ইসলামকে সদস্য সচিব, মীর সাফায়েত হোসেন সাবান আলীকে কোষাধ্যক্ষ ও পলাশ কর্মকারকে সহকারী কোষাধ্যক্ষ করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, কপিলমুনি ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন , কপিলমুনি ইউনিয়ন বিএনপি ও কপিলমুনি বিনোদ্গঞ্জ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাধন চন্দ্র ভদ্র, মো. শহিদুল ইসলাম, রতন কুমার দে, শেখ জুলফিকার আলী জুলু, আবুবক্কার, নীলকমল শীল, দেবব্রত সাধু, রেজাউল ইসলাম, মৃত্যুঞ্জয়, আব্দুল জলিল, তারক মজুমদার, বিপ্লব দত্ত ।