রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানি পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ইস্যুতে সৌদি যাচ্ছেন

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিদেশ : এবার ইসরায়েল ইস্যু নিয়ে আলোচনা করতে সৌদি আরব সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার তার রিয়াদ পৌঁছার কথা। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আঞ্চলিক ইস্যু এবং গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে করণীয় নিয়ে আলোচনা করবেন আরাকচি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সৌদির পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশগুলোও সফর করবেন তিনি। গালফ আরব দেশগুলোর বেশিরভাগই ইরানের মতো প্রধান জ¦ালানি রপ্তানিকারক দেশ। এই দেশগুলোও ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে নিজেদের নিরপেক্ষতার আশ্বাস দিতে চেয়েছে বলে গত সপ্তাহে রয়টার্সকে জানিয়েছে সূত্রগুলো। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে আরাকচি বলেছেন, এই অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা ও সংলাপ অব্যাহত রয়েছে। সেই সঙ্গে গাজা যুদ্ধ চালানোর পাশাপাশি ইসরায়েল লেবাননেও যে হামলা চালিয়ে যাচ্ছে তা বন্ধের বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে। আরাকচি আরও বলেন, রিয়াদ ছাড়াও এই অঞ্চলেও অন্য দেশগুলোতেও যাবেন তিনি। তিনি বলেন, আমরা চেষ্টা করব আঞ্চলিক দেশগুলোর সমষ্টিগত আন্দোলনের মাধ্যমে লেবাননে নিষ্ঠুর হামলা বন্ধ করা যায় কিনা। এর আগে কাতারে অনুষ্ঠিত এক বৈঠকে গলফ আরব দেশগুলোর মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ওই বৈঠকেও মূল আলোচ্য বিষয় ছিল উত্তেজনা কমানো। এছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলোর সাথেও ইরানের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরাকচি বলেন, আমাদের সম্পর্ক সবসময় উত্থান-পতনের মধ্যে ছিল। কিন্তু এই সম্পর্কগুলো আঞ্চলিক সহযোগিতায় পরিণত হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। প্রধান তেল রপ্তানিকারক সৌদি আরব সা¤প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছে, যা আঞ্চলিক উত্তেজনা কমাতে সাহায্য করেছে। তবে দু’দেশের সম্পর্ক এখনও কঠিনই রয়েছে।


এই বিভাগের আরো খবর