সর্বশেষ :
মোরেলগঞ্জে আনসার সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত ৫ আইএস সদস্য নিহত গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত জানুয়ারিতে রোহিঙ্গা গণহত্যার শুনানি করবে জাতিসংঘের শীর্ষ আদালত ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড তাইওয়ানের রাজধানীতে স্মোক বোমা ও ছুরি হামলার ঘটনায় নিহত ৪ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বের দরিদ্রতম ১০ দেশের তালিকা

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিদেশ : পৃথিবীতে অনেক দেশ এখনো চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। কোনো দেশ ধনী না দরিদ্র, তা বোঝার জন্য জিডিপি পার ক্যাপিটাল দেখা হয়। জিডিপি পার ক্যাপিটালের অর্থ মাথা পিছু জিডিপি আয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের বেশিরভাগই আফ্রিকার। প্রথম অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান। দেশটির মাথাপিছু জিডিপি ৪৫৫ দশমিক ১৬ মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি। দেশটির মাথাপিছু জিডিপি ৯১৫ দশমিক ৮৮ মার্কিন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ২০০ মার্কিন ডলার। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র রয়েছে চতুর্থ অবস্থানে। আফ্রিকার এই দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৫০ মার্কিন ডলার। পঞ্চম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ মোজাম্বিক। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৫০ মার্কিন ডলার। এরপরের অবস্থানেই রয়েছে আফ্রিকার দেশ নাইজার। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৭০ মার্কিন ডলার। আইএমএফের মতে, সপ্তম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ মালাউই। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ মার্কিন ডলার। অষ্টম অবস্থানে রয়েছে লাইবেরিয়া। আফ্রিকার এই দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮০ মার্কিন ডলার। নবম অবস্থানেও রয়েছে আফ্রিকার দেশ। মাদাগাস্কার নামের এই দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৯৮০ মার্কিন ডলার। এ ছাড়া দশম অবস্থানে রয়েছে পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেন। দেশটির মাথাপিছু জিডিপি ২ হাজার মার্কিন ডলার। সূত্র : ফোর্বস ইন্ডিয়া


এই বিভাগের আরো খবর