সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

প্রতিনিধি: / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গত রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে ডিবি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রাথমিকভাবে সেই তথ্য জানাননি তিনি। ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়। নজিবুর ১৯৮২ সালে বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে। উল্লেখ্য, এর আগের দিন সাবেক আরেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং গত মঙ্গলবার আরেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী গ্রেপ্তার হন।


এই বিভাগের আরো খবর