সর্বশেষ :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আইনের আওতায় আনা হবে পুলিশ সদস্যদের : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তারা পুলিশ নয়, তারা ক্রিমিনাল এদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা এখনও যোগদান করেনি তারা পুলিশ না। তারা ক্রিমিনাল। এরইমধ্যে আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’একদিনের মধ্যেই সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামের অবস্থা এখন ভালো। ধীরে ধীরে আরও ভালো হবে। শান্তিচুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি। বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

মাজার দরগাহর নিরাপত্তা দেওয়া হবে বলেও মন্তব্য করে সরাষ্ট্র উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর