বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে নীলিমায়

প্রতিনিধি: / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

জিয়া সাঈদ
কেউ কেউ যেতে যেতে
পড়ে নেয় পথ, পরিপার্শ্ব
নৈঃশব্দ্য পড়ে
কোলাহল পড়ে
রঙচঙের কত কী পড়ে!
ফুল পাতা পড়তে পড়তে
গাছের হেমন্তে যায়
বসন্তে যায়
শুধু মানুষ পড়তে গিয়ে
চমকে ওঠে, থমকে যায়
নীলিমায় কিছু প্রশ্ন লিখে রেখে
নিজের ভেতর ঢুকে যায়….


এই বিভাগের আরো খবর