রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কানপুরে টেস্ট ম্যাচে চললো টি-টোয়েন্টি ব্যাটিং

প্রতিনিধি: / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের বোলারদের তুলাধুনা করে ৩৪.৪ ওভারে ২৮৫ রান করেছে ভারত। ফলে প্রথম ইনিংসে তারা পায় ৫২ রানের লিড। ম্যাচের ফলাফল নিজেদের করে নিতে ভারত ব্যাটিং শুরু করে টি-টোয়েন্টি মেজাজে। চার-ছক্কার বন্যায় ভেসে যায় কানপুরের গ্রিন পার্ক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম দলীয় পঞ্চাশ রান এখন ভারতের। মাত্র ৩ ওভারে ভারত স্কোরবোর্ডে পেয়ে যায় ৫১ রান। ১০.১ ওভারে ভারতের রান ১০৩, দ্রুততম দলীয় শতরানের রেকর্ডও এবার লেখা হলো ভারতের নামে। তবে সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ মিরাজ মিলে যথাক্রমে ৪টি করে ভারতের ৮ উইকেট দখলে নেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশ হারায় ওপেনার জাকির হাসান ও নাইটওয়াচম্যান হাসান মাহমুদকে। কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে ২ উইকেট ২৬ রান করা বাংলাদেশ এখনও পিছিয়ে ২৬ রানে। কানপুরে গতকাল বল মাঠে গড়িয়েছে ৮৫ ওভার। দুই দল মিলে মোট ৪৩৭ রান করার বিপরীতে উইকেট হারায় ১৮টি। শেষ সেশনে উইকেট গেল ৯টি। শেষ বিকালে ফের ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই হারায় ওপেনার জাকির হাসানকে। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডবিøউ হলেন ১০ রানে থাকা বাঁহাতি ওপেনার জাকির। রিভিউ নিয়েও বাঁচাতে পারেননি উইকেট। নাইটওয়াচম্যান হিসেবে তিন নম্বরে নামানো হয় হাসান মাহমুদকে। তবে অহেতুক শট খেলতে গিয়ে বোল্ড হন হাসান। অশ্বিনের দ্বিতীয় শিকার হওয়া হাসান করেন ৪ রান। জাকির আর নাইটওয়াচম্যান হাসান মাহমুদ দ্রæত ফিরে গেলেও আরেক ওপেনার সাদমান ইসলাম দলকে আর কোনো বিপদে পড়তে দেননি। বেশ দেখে-শুনে দিনের খেলা শেষ করে যান প্যাভিলিয়নে। শেষবেলায় তার সঙ্গী হন মুমিনুল হক। সাদমান অপরাজিত ৭ রানে, রানের খাতা এখনও খোলা হয়নি মুমিনুল হকের।


এই বিভাগের আরো খবর