মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে পরকীয়া প্রেমের জেরে দুই ভাইকে  ছুরিকাঘাত

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পরকীয়া প্রেমের জেরে সাইফুল ইসলাম(৩৩) ও তার ভাই আরিফুল ইসলামকে(৩০) উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দপুর ১২ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে গুরুতর জখমী দুই ভাইকে বেলা ১ টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তাদেরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জখমী সাইফুল ও আরিফুল মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জখমী আরিফুল শেখের স্ত্রীর সাথে জিউধরা গ্রামের এক যুবকের সাথে পরকীয়া প্রেমের জের ধরে সোমবার আরিফুল ও তার ভাইকে ৫-৬ জনের একদল যুবক এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।
ঘটনার পরে থানা পুলিশ ও স্থানীয় সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পরকীয়া প্রেমের জেরে দুই ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর