মোরেলগঞ্জ প্রতনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির এক নেত্রী তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রেস ব্রিফিং করেছেন। পৌর বিএনপির সভানেত্রী মুক্তা খানম মাহমুদা বুধবার রাত ৯টার দিকে প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে নানা অভিযোগ তুলে ধরেন।
অভিযোগে মুক্তা খানম বলেন, সম্প্রতি একটি মহল তার ছবির পাশে পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলামের ছবি যুক্ত করে ওই ছবির সাথে তার(মুক্তা খানমের) টাকা পয়সা লেনদেনের একটি ফেনালাপের খন্ডাংশ যুক্ত করে ফেসবুকে প্রচার করে। এতে বিএনপি নেতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমান করতে চেয়েছেন, যা আদৌ সঠিক নয়।
শিকদার ফরিদুল ইসলামের পারিবারিক কিছু সমস্যাকে পুজি করে একটি মহল রাজনীতিতে সুবিধা নেওয়ার জন্য তার ছবি যুক্ত করে চাঁদাবাজির কুৎসা রটনা করেছে। এ ঘটনার প্রতিকারার্থে অচিরেই আইনের আশ্রয় নেওয়া হবে বলে মুক্তা খানম উল্লেখ করেন।