ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম,কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম মহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টীম লিডার মোল্লা মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান যথাঃ মোঃ রেজাউল করিম,মোঃ জাহিদুল ইসলাম,সেলিম রেজা,মোঃ ফারুকুল ইসলাম,আমিনুর রশীদ মুক্তি,হিটলার গোলদার, প্যানেল চেয়ারমান শেখ শহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।