বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর সাথে বাগেরহাটে কর্মরত বিভিন্ন
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। মতবিনিময় সভায়
সাংবাদিকরা জেলার আইনশৃংখলা ও শিক্ষার অগ্রগতি, পর্যটন শিল্পের বিকাশসহ নানা
বিষয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বাগেরহাটের উন্নয়নে
সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা
করেন, স্থানীয় সারকারের উপপরিচালক ডা. মো, ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) অরবিন্দ বিশ^াস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম,
বাগেরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিঞ্চু প্রসাদ চক্রবর্তী, সাবেক সভাপতি
আহসানুল কারিম, মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান,
আলী আকবার টুটুল, সাংবাদিক ইয়ামিন আলী, মোল্লা মাসুদুল হক প্রমুখ।