মোরেলগঞ্জ প্রতিনিধি: দেশেরে বিভিন্ন স্থানে গণপিটুনিতে হত্যার প্রতিবাদ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দাবিতে গতকাল বাগেরহাটের মোরেলগঞ্জে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ চত্বর থেকে শুরু করে বিক্ষোভ মছিলসহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা বাসস্ট্যান্ড গোলচত্বরে পথাসভায় মিলিত হন।
পথসভায় বক্তৃতা করেন, মুসাদ্দিক বিল্লাহ তামিম, সায়মন জিয়ন, হাসান মাহমুদ ও মাশরাফি আকিব।