মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফের যোগদান

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে নবাগত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ আজ যোগদান করেছেন। আজ সোমবার (০২ সেপ্টেম্বর) ২৫তম বিসিএস ব্যাচের এ চৌকস কর্মকর্তা কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার (সালামী) প্রদান করেন।

এরপর নবাগত পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং বর্তমান পেক্ষাপটে পুলিশের করনীয় সংক্রান্তে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে গত মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে মোঃ তৌহিদুল আরিফ কে বাগেরহাট জেলা পুলিশের দ্বায়িত্ব দেওয়া হয়।

বিসিএস ২৫ ব্যাচের এই কর্মকর্তা এর আগে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়ে তাকে বাগেরহাটের এসপি হিসেবে বদলি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর