মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে দুটি ইউনিয়ন পরিষদের দায়িত্বে এসিল্যান্ড

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য সহকারি কমিশনারকে(ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন দাপ্তরিক এক আদেশে এ পরিবর্তনের কথা জানিয়েছেন। ইউনিয়ন দুটি হচ্ছে, ১নং তেলিগাতী ও ২ নং পঞ্চকরণ ইউনিয়ন।

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে ওই ইউনিয়ন দুটির চেয়ারম্যানগন যথাক্রমে মোরশেদা আক্তার ও আব্দুর রাজ্জাক মজুমদার পরিষদে অনুপস্থিত রয়েছেন।

এ অবস্থায় পরিষদের কার্যক্রমে উদ্ভুত অসুবিধা দুরিকরণের জন্য এসিল্যান্ডকে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো বলে জেলা প্রশাসকের টিঠিতে উল্লেখ করা হয়েছে।

তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আকতার এ প্রসংগে বলেন, ৫ আগষ্ট থেকে অনেক চেয়ারম্যান নিরাপত্তাহীনতার কারনে পরিষদে যেতে পারছেনা। প্রশাসনিকভাবে কোন সহযোগীতাও পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর