মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বিএনপির বিলবোর্ড ভাংচুরের অভিযোগ

প্রতিনিধি: / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিলবোর্ড ঝুলাতে গিয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১০টার দিকে  প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেছেন পুটিখালী গ্রামের মুনসুর শেখের ছেলে ইব্রাহীম শেখ।

লিখিত অভিযোগে ইব্রাহিম শেখ বলেন, বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন হাট-বাজারে পোষ্টার ও বিলবোর্ড লাগানোর সময় নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন ও বাদশা বেগকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজা উদ্দিন ও প্রিন্স তালুকদারসহ ১৫-১৬ জনের একটি দল মারপিট করে। তারা দলের নেতাদের ছবি সম্বলিত পোষ্টার বিলবোর্ড ভাংচুর করে। এ ঘটনায় থানায়ও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দিন এ অভিযোগ অস্বিকার বলেন, পোষ্টার ছেড়া বা বিলবোর্ড ভাঙ্গার কোন ঘটনা ঘটেনে। স্থানীয গ্রুপিংয়ের কারনে এ ধরণের ঘটনা সাজানো হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামম্দ সামসুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর