মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপি নেতা পলাশের উদ্যোগে ইউএনওর ফান্ডে বন্যার্তদের ১লাখ ২৫ হাজার ৭৮৫ টাকা সাহায্য প্রদান

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশের উদ্যোগে ১ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের নিকট মোট ১ লাখ ২৫ হাজার ৭৮৫ নগদ টাকা বন্যার্তদের সাহায্যের জন্য প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোবাশ্বের হোসেন,ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন,যুগ্ন আহবায়ক মোল্লা রাজু আহমেদ, যুবদলের নেতা শেখ শরিফুল ইসলাম,ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী মঈনউদ্দিন মেরু,ফকিরহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রবি ফকির,সদস্য সচিব সাবিতুল ইসলাম,যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান পলাশ,মিরাজুল ইসলাম,সবুজ হাসান,এছাড়া ছাত্রদল নেতা আশিক,আল আমিন,আবু হুরাইরা,হুসাইন,ছাব্বির,রাজু,তারিকুল সহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। বন্যার্তদের সাহায্যের বিষয়ে ইফতেখার আহমেদ পলাশ এ প্রতিবেদককে জানান- দেশের প্রায় ১১টি জেলার মানুষের সব কিছু বন্যার পানিতে ডুবে সব শেষ হয়ে গেছে। ফকিরহাট উপজেলা বিএনপির অংগ সংগঠন ও শহীদ স্মৃতি কলেজের ছাত্রদলের সহযোগীতায় নগদ সামান্য কিছু টাকা ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন মহোদয়ের মাধ্যমে সরকারি ফান্ডে জমা দিয়েছি কিছুটা হলেও হয়তো উপকার হবে বন্যার্তদের।
এবিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ কামাল হোসেন জানান – এ উপজেলার মানুষ অবশ্যই প্রশংসার দাবীদার প্রথম থেকেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে বন্যার্তদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। যা চোখে পড়ার মত সর্বশেষ আজকে ১ লাখ ২৫ হাজার ৭৮৫ টাকা  দিলেন আমি বাগেরহাট জেলা ডিসি স্যারের মাধ্যমে সরকারি ফান্ডে জমা দিব তিনি বন্যার্তদের মাঝে পৌছানোর ব্যবস্থা করবেন।


এই বিভাগের আরো খবর