মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা সোমনাথ দে’র দল ত্যাগ

প্রতিনিধি: / ২০১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সোমনাথ দে দল থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে তার লিখিত অব্যাহতি পত্রের কপি পাওয়া যায়। বিসয়টি সম্পর্কে মোবাইল ফোনে জানতে চাইলে সোমনাথ দে বলেন, শারিরীক নানা জটিলতাসহ ব্যাক্তিগত প্রয়োজনে তিনি আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

সোমনাথ দে জাতীয় পার্টি করতেন। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্ঠা ও মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। ২০১৯ সালের শেষের দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২২ সালে গঠিত উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে তিনি ৩ নং সদস্য হিসেবে স্থান পেয়েছিলেন।


এই বিভাগের আরো খবর