বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে আইন শৃঙ্খলা বাহিনীর টহল, জনমনে স্বস্তি

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের যৌথ টহল দেন। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় ফকিরহাট মডেল থানার সামনে থেকে পুলিশ ভ্যানসহ কয়েকটি গাড়িতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল টহল দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলমসহ সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে পুলিশ কর্মস্থলে ফেরায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এসময় কর্মকর্তারা জানান, হামলা ভাংচুর রোধে এবং উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই টহল দেয়া হয়েছে। পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় অত্র উপজেলায় নিরাপত্তা আরো জোরদার করা হবে।


এই বিভাগের আরো খবর