শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন

প্রতিনিধি: / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

বিনোদন: ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আর্টসেল ব্যান্ডের ভোকালিস্ট কাজী ফয়সাল আহমেদ। তিনি গনমাধ্যমকে বলেন, যতদুর জানতে পেরেছি সাফিন ভাই (সাফিন আহমেদ) একটি কনসার্টের জন্য যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় যান। সেখানে কনসার্ট শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। সাফিনের ভাই হামিন আহমেদ বলেন, ‘গত শনিবার শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শোটা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে আর ফেরানো গেল না।’ হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এরপর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের লাশ দেশে ফেরানো হবে।


এই বিভাগের আরো খবর