শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমান-রজনীকান্ত এবার অ্যাটলির পরিচালনায়

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

অ্যাটলি সঙ্গে সিনেমা করছেন সালমান খান, যেটি প্রযোজনা করবে সান পিকচার্স। এই একটি খবর প্রকাশ্যে নিয়ে এসেছে বলিউড ভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা। এবার বলিউড হাঙ্গামাসহ জানাচ্ছে, অ্যাটলি ভারতীয় সিনেমার শীর্ষ দুই সুপারস্টার সালমান খান ও রজনীকান্তকে পর্দায় আনার পরিকল্পনা করছেন। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, আগামী মাসে অ্যাটলি, রজনীকান্ত ও সালমান খানের বৈঠক হবে। সান পিকচার্সের সঙ্গে সুপারস্টার রজনীকান্তের পারিবারিক সম্পর্ক আছে। অন্যদিকে অ্যাটলি গত দুই বছর ধরে সালমান খানের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি রজনীকান্ত ও সালমান খান পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। সূত্রটি আরও বলেছে, অ্যাটলি এক মাসের মধ্যে সালমান খানকে পুরো স্ক্রিপ্টটি শোনাবেন। তারপর এই জুটি শুটিংয়ের টাইমলাইন ঠিক করবেন। সিনেমাটি ২০২৫ সালের প্রথম দিকে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। অ্যাটলি সা¤প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম কাস্টিং দিয়ে এটিকে সর্ববৃহৎ প্যান ইন্ডিয়ান সিনেমা করে তোলার পরিকল্পনা করছেন। গুঞ্জন আছে, নতুন সিনেমাটি অ্যাটলি একবার আল্লু অর্জুনের সঙ্গে নির্মাণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু এক সূত্র পিঙ্কভিলাকে নিশ্চিত করেছে, সিনেমাটির আইডিয়া সালমান খান ও দক্ষিণের একজন শীর্ষ তারকার জন্য তৈরি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর