মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে রবিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১১ টায় অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌরপার্কে মিলিত হয়। পরে পৌরপার্কে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাড.আমিরুল আলম মিলন। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান লাল, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার প্রমুখ। অনুষ্ঠানে সাবেক আওয়ামীলীগ বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোসলেম উদ্দিনকে ক্রেষ্ট প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়।