রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ জুন, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী, সোলাদানা ও দেলুটী ইউনিয়নের ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবণ প্রদান করা হয়। আগড়ঘাটাস্থ বেগম শামছুন্নাহার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, দাতা সংস্থার প্রতিনিধি বিকাশ মাহারজান, সংসদ সদস্যের প্রতিনিধি যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা সুনন্দা ভদ্র।


এই বিভাগের আরো খবর