সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘সাইমন অব দ্য মাউন্টেন’ কানে সেরা

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

বিনোদন: এ বছর কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস’ উইকের ৬৩তম আসরের সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে আর্জেন্টাইন পরিচালক ফেদেরিকো লুইসের প্রথম চলচ্চিত্র ‘সাইমন অব দ্য মাউন্টেন’। উঠতি বয়সের এক কিশোরের মানসিক ব্যাধির চ্যালেঞ্জ মোকাবেলাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প। এতে অভিনয় করেছেন আর্জেন্টাইন অভিনেতা, গায়ক ও গীতিকবি লরেঞ্জো ফেরো। এর যৌথ প্রযোজক আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ের তিনটি পৃথক প্রতিষ্ঠান। ভ‚মধ্যসাগরের তীরে এসপেস মিরামার হোটেলে বুধবার সন্ধ্যা ৬টায় বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। তখন উপস্থিত ছিলেন ক্রিটিকস’ উইকের প্রধান নির্বাহী আভা কায়েন। ‘সায়মন অব দ্য মাউন্টেন’ সিনেমার গল্পে দেখা যায়, ২১ বছর বয়সী সায়মন বাবা-মায়ের একমাত্র সন্তান। অক্ষমতার ভান করে প্রতিবন্ধী তরুণদের দলে ভিড়ে যায় সে। তাদের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে প্রেম, যৌনতা ও সম্পর্কের অনুভ‚তি আবিষ্কার করে ছেলেটি। ক্রিটিকস’ উইকের সর্বোচ্চ পুরস্কার জিতে ফেদেরিকো লুইস বলেছেন, ‘আমাদের কাছে এই পুরস্কারের তাৎপর্য কী শুধু সেটাই ভাবছি না, আর্জেন্টিনার বাসিন্দাদের জন্য এর অর্থ কী সেটি নিয়েও ভাবছি, যাদের আগামী চার বছর স্থানীয় চলচ্চিত্র নির্মাণের জন্য সংগ্রাম করতে হবে। এমন অনেকে আছেন- যারা এখনো ভাবে, আমরা চলচ্চিত্র বানালেও কেউ দেখতে চায় না। আশা করি, এই পুরস্কার সেই চিন্তায় পরিবর্তন আনবে এবং আর্জেন্টিনার মানুষ এবং তারপর সারা বিশ্ব আমাদের সিনেমা দেখবে।’ চীনা-আমেরিকান নির্মাতা কনস্ট্যান্স সাং পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বøু সান প্যালেস’ জিতেছে ফ্রেঞ্চ টাচ প্রাইজ অব দ্য জুরি। নিউ ইয়র্কের কুইন্সে বসবাসকারী চীনা অভিবাসীদের টালমাটাল নিয়তির অ¤øমধুর ঘটনাক্রম নিয়ে এর গল্প। ব্রাজিলিয়ান পরিচালক মারসেলো কায়তানোর ‘বেবি’র জন্য সেরা অভিনয়ের পুরস্কার হিসেবে লুই রোদ্যুরের ফাউন্ডেশন রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন রিকার্দো তেওদোরো। ব্রাজিলের সাও পাওলো শহরে টিকে থাকার চেষ্টা করা একজন বহিরাগতকে নিয়ে সমকামী প্রেমের গল্প রয়েছে এতে। রিকার্দো বলেন, ‘আমার স্বপ্ন ছিল কানে নিজের অভিনীত একটি ছবি আসবে। আমি এখানে এসে খুব খুশি।’ সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে লাইৎজ সিনে ডিসকোভার প্রাইজ জিতেছে ফ্রান্সের গিল সেলা পরিচালিত ‘মন্টসুরিস পার্ক’। এক সুন্দর শরতের দিনে প্যারিসের মন্টসুরিস পার্কে জ্যাক ও নাথান নিজেদের প্রামাণ্যচিত্রের শুটিং করতে লোক খুঁজতে থাকেন। কিন্তু তারা পিয়েরে ও মার্টিন নামের দুটি অদ্ভুত ডোডো পাখির ওপর বিরল অভিজ্ঞতার সুযোগ পান। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আরেক পুরস্কার ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড পেয়েছে তুরস্কের জেম দেমিরার পরিচালিত ‘অ্যাবসেন্ট’। একই বিভাগে নির্বাচিত ‘র‌্যাডিক্যালস’ শূন্য হাতে ফিরেছে। এর দুই কো-প্রডিউসার বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব ও তানভীর হোসাইন। ক্রিটিকস’ উইকের এবারের আসরে বিচারকদের প্রধান হিসেবে স্প্যানিশ পরিচালক রদ্রিগো সরোগোয়েনের নাম ঘোষণা করেছিল আয়োজকরা। কিন্তু ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে তাকে কান সফর বাতিল করতে হয়েছে। এরপর এই দায়িত্ব পান ফরাসি প্রযোজক সিলভি পিয়ালা। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন ফরাসি পরিচালক ইরিস কালতেনবাক, রুয়ান্ডান অভিনেত্রী এলিয়ানে উমুহিরে, বেলজিয়ান চিত্রগ্রাহক ভির্জিনিয়া সুরদেই ও প্যারিসভিত্তিক কানাডিয়ান চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক বেন ক্রল।


এই বিভাগের আরো খবর