শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যাত্রীবাহী বাস উল্টে পাকিস্তানে নিহত ২০, আহত ২১

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ মে, ২০২৪

বিদেশ : পাকিস্তানে গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।  শুক্রবার ভোরে জেলার কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর ডনের। দিয়ামের জেলার উদ্ধারকারী কর্মকর্তা শওকত রিয়াজ বলেছেন, বেসরকারি সংস্থার ওই বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কারাকোরাম হাইওয়ের গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায় বলে জানান রিয়াজ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। রিয়াজ আরও বলেন, আহতদের চিলাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩৫ জন আহত হলেও, হাসপাতালে ভর্তি করার পর তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়। গিলগিট-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের ‘সম্ভাব্য সব চিকিৎসা’ দেয়ার নির্দেশ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর