শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আড়াই কোটি রুপির হেরোইন জব্দ বাংলাদেশে পাচারের আগে

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে পাচারের আগে প্রায় আড়াই কিলোগ্রাম হেরোইন জব্দ করল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালগোলায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।বিএসএফ জানিয়েছে, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য আড়াই রুপি বিএসএফ জানিয়েছে, মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার ১৪৯ নম্বর ব্যাটালিয়নের দায়িত্বে থাকা সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। ওই ব্যক্তি প্লাস্টিকের ব্যাগ নিয়ে সীমান্তের কাঁটাতারের কাছে ঘোরাঘুরি করছিলেন। তিনি তখন সীমান্তের বেড়া পার করে বাংলাদেশের দিকে ব্যাগগুলো ছুড়ে ফেলার চেষ্টা করছিলেন। তখন দায়িত্বে থাকা বিএসএফ সদস্যরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের পিছু ধাওয়া করলে ঝোপে গা ঢাকা দেয় তারা। টানা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে সাদা ও লাল রঙের দুটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করে বিএসএফ। তার মধ্যে পাওয়া যায় পাউডার জাতীয় বস্তু। প্যাকেটগুলো পরীক্ষা করে জানা যায় সেগুলো হেরোইন। প্যাকেটগুলোতে ২ কেজি ২০০ গ্রাম হেরোইন ছিল। সেগুলো লালগোলা থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযুক্তদের কাউকে ধরা যায়নি বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন, ‘সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। বিপুল পরিমাণ মাদক উদ্ধার সেই প্রচেষ্টারই ফসল।’


এই বিভাগের আরো খবর