শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্প যেভাবে নেতিবাচক খবর ধামাচাপা দিতেন

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

২০১৬ সালে নিজের কিছু নেতিবাচক খবর ধামাচাপা দিয়েছিলেন ট্রাম্প
এ পরিকল্পনাকে ‘বন্ধুদের মধ্যে চুক্তি’ বলে জানান ন্যাশনাল ইনকুইরারের সাবেক প্রকাশক
এফএনএস আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা ফৌজদারি মামলার বিচারের শুনানি চলছে নিউইয়র্কের আদালতে। এবার সেই আদালতেই ফাঁস হল ট্রাম্পের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। নিজের কিছু নেতিবাচক খবর ধামাচাপা দিয়েছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার ম্যানহাটানের এক আদালতে ফাঁস হয় ট্রাম্প এবং নিউইয়র্ক শহরের কিছু ট্যাবলয়েড পত্রিকার ‘গোপন কার্যকলাপের’ তৎপরতা। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ। বিবিসি জানায়, মঙ্গলবারের শুনানিতে জনপ্রিয় ট্যাবলয়েড ‘ন্যাশনাল ইনকুইরার’-এর সাবেক প্রকাশক ডেভিড পেকারকে প্রায় তিন ঘণ্টা জেরা করেন কৌঁসুলিরা। সে সময় ডেভিড জানান, ট্রাম্পের নামে নেতিবাচক খবর ধামাচাপা দিতে কাজ করেছিলেন তিনি। এজন্য ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ও তাঁর মধ্যে ‘গোপন পরিকল্পনা’ ছিল। এ পরিকল্পনাকে ‘বন্ধুদের মধ্যে চুক্তি’ বলেও মন্তব্য করেন ডেভিড। তিনি জানান, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব কাজ করেছিলেন তারা। সেই বছরই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন ট্রাম্প। ওই সময় তাঁরা তিনজন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের নামে ‘নেতিবাচক খবর’ ধামাচাপা দিতে একসঙ্গে কাজ করেছিলেন। ডেভিড পেকার বলেন, সেই সময় বেশ কিছু বড় খবর বাজার থেকে সরিয়ে দিতে ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন তিনি। বলেন, ‘এটি একটি খুব বড় গল্প হতে পারে, তাই আমি এটিকে বাজার থেকে সরিয়ে দেওয়া উচিত বলে মনে করেছিলাম। তিনি আরও জানান, ১৯৮০ এর দশকের শেষের দিকে ট্রাম্পের সাথে তার পরিচয়। পরবর্তীতে সাবেক এই প্রেসিডেন্টের সাথে ভাল বন্ধুত্ব হয়েছিল তার। তাঁদের বন্ধুত্ব থেকে ‘দুজনই লাভবান’ হতেন বলেও জানান ডেভিড। ট্রাম্প তাঁকে বিশেষ কিছু তথ্য জানাতেন। বিশেষ করে নিজের রিয়েলিটি শোর প্রতিযোগীদের নিয়ে। এসব নিয়ে প্রতিবেদন প্রকাশ করত ন্যাশনাল ইনকুইরার। এতে তাঁর ট্যাবলয়েডের কাটতি এবং ট্রাম্পের শোর দর্শক-দুটোই বাড়ত। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের লড়াইয়ের ঘোষণার পর ২০১৫ সালের আগস্টে ট্রাম্প ও কোহেনের সঙ্গে দেখা করেন ডেভিড। আদালতে ডেভিড বলেন, সংবাদমাধ্যমে ট্রাম্পের নেতিবাচক খবর ধামাচাপা দেওয়া এবং তাঁর সুনাম বাড়ে-এমন খবর বেশি বেশি প্রচারের বিষয়ে তখন সম্মত হন তিনি। শিগগিরই এ কাজ শুরুর পরিকল্পনা করেন তাঁরা। আদালতকে ডেভিড আরও বলেন, অন্তত দুটি ‘নেতিবাচক খবর’ ধামাচাপা দিতে তিনি, ট্রাম্প ও কোহেন একসঙ্গে কাজ করেছিলেন। ফৌজদারি মামলায় গত ১৫ এপ্রিল থেকে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিচার শুরু হয়েছে। সেদিন আদালতে হাজিরও হয়েছিলেন ট্রাম্প। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। আবার এই অর্থের বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তাঁর ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এ নিয়ে চলছে মামলা। যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।


এই বিভাগের আরো খবর