রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ পোড়া মরদেহ

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে ফের দুইটি পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। একই ভবন থেকে গত ছয় মাসে একে একে পাঁচটি মরদেহ উদ্ধার হলেও এখনো কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, মরদেহগুলো এমনভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে, যাতে পরিচয় গোপন থাকে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাত পরিচয়ের এই দুই মরদেহ উদ্ধার করা হয়। আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় কিংবা বয়স নিশ্চিত করা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, একজন শিশু এবং অপরজন প্রাপ্তবয়স্ক হতে পারে, তবে লিঙ্গ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের আশপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। অধিকতর তদন্তের জন্য মরদেহ দুটি ঢাকায় পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, “মরদেহ দুটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময় হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।” তিনি জানান, ভবনের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, “এই পরিত্যক্ত ভবন ও আশপাশের এলাকায় নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত এই ভবনটি মাদকসেবী ও অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। স্থানীয়দের ধারণা, অন্যত্র হত্যার পর লাশ এনে এখানে পুড়িয়ে ফেলা হচ্ছে, যাতে সহজে শনাক্ত করা না যায়। বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় উদ্বেগ বাড়ছে।

সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী জবা বলেন, “কলেজ, থানা, সেনা ক্যাম্পের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছেই এই ভবন। তারপরও এখানে একের পর এক লাশ মিলছে। আমরা চাই ভবনটি ভেঙে ফেলা হোক বা নতুন করে সংস্কার করা হোক।”

পুলিশ সূত্রে জানা যায়, সাভার পৌর কমিউনিটি সেন্টারটি ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর আগে ২৯ আগস্ট রাতে এখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ১১ অক্টোবর রাতে প্রায় ৩০ বছর বয়সী এক নারীর অর্ধনগ্ন মরদেহ পাওয়া যায়। সর্বশেষ ১৯ ডিসেম্বর দুপুরে ভবনটির দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় এখনো কোনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

ধারাবাহিকভাবে লাশ উদ্ধারের ঘটনায় সাভারের গুরুত্বপূর্ণ এই এলাকায় নিরাপত্তা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।


এই বিভাগের আরো খবর