মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের নতুন সম্পর্কে জড়ালেন মাহি

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বিনোদন:ভারতীয় টেলিভিশনের পর্দায় যাদের ভালোবাসা ছিল দর্শকের চোখে আদর্শ সংসারের প্রতিচ্ছবি, সেই জয় ভানুশালী ও মাহি বিজের সম্পর্ক ভাঙনের খবর যেন আচমকাই ভেঙে দেয় বহু ভক্তের স্বপ্ন। নতুন বছরে বিচ্ছেদের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন এই তারকা দম্পতি। কিন্তু সেই অধ্যায়ে এখনো ধুলো বসেনি, তার মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাহি বিজ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় চলছে তুমুল বিতর্ক। সম্প্রতি প্রযোজক নাদিমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মাহি। আর সেই ছবির ক্যাপশন ঘিরেই দানা বাঁধছে নতুন সম্পর্কের সন্দেহ। মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লিখেছেন, ‘তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি।আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’ মাহির এমন আবেগঘন বার্তার পর নেটিজেনদের একাংশ তাকে লক্ষ্য করে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। বিশেষ করে জয়ের ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির কারণে বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করছেন নিন্দুকরা। নতুন বছরের শুরুতে এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের নেপথ্যে কোনো ‘ভিলেন’ বা নেতিবাচকতা নেই।


এই বিভাগের আরো খবর