বিদেশ : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছে। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে পুলিশ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামাবাদের একটি আবাসিক এলাকার ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় এ বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশের বরাতে জানিয়েছে, গতকাল রোববার ভোরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় বর-কনে এবং পরিবারের অন্যান্য সদস্যরা নিহত হন। এ ছাড়া এই বিস্ফোরণে দুজন প্রতিবেশীও মারা যান। স্থানীয় প্রশাসক সাহেবজাদা ইউসুফ বলেছেন, গতকাল রোববার ভোরে বিস্ফোরণের বিষয়ে আগে সতর্ক করা হয়েছিল। পুলিশ কর্মকর্তারা ঘটনার তদন্ত করছেন। ইউসুফ বলেন, বিস্ফোরণে আশপাশের কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবার কাজের সুবিধার্থে ওই এলাকার রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই কর্মকর্তা আরও বলেন, গ্যাস সিলিন্ডার নাকি গ্যাস লাইনের লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে, তা জানার জন্য তদন্ত চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, শাহবাজ শরিফ বিস্ফোরণে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকার কারণে পাকিস্তানে অনেক পরিবার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। এই সিলিন্ডারগুলোতে গ্যাস লিকেজের কারণে বিভিন্ন ভয়াবহ বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটতে দেখা গেছে।