সর্বশেষ :
মোরেলগেঞ্জে কবরস্থানের জমি ও ধান কেটে নেওয়ার অভিযোগ    যদুনাথ স্কুলএ্যান্ড কলেজের ১০৩তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাসংকৃতিক প্রতিযোগিতার উদ্ভোধন পাকিস্তানে পৃথক অভিযানে ১২ সন্ত্রাসী নিহত অস্ট্রেলিয়ার দাবানলে মানুষের দেহাবশেষ উদ্ধার পাকিস্তানে বিয়েবাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮ অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ১জনের মৃত্যু, শতাধিক ঘর পুড়ে ছাই ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানে নতুন করে বিক্ষোভ মিয়ানমারে সেনা-নিয়ন্ত্রিত দ্বিতীয় দফার নির্বাচন শুরু সংঘর্ষের পর আলেপ্পো ছাড়ল কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ যোদ্ধারা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পেট্রল পাম্পে বোমা হামলায় আহত ৪
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে বিয়েবাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বিদেশ : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছে। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে পুলিশ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামাবাদের একটি আবাসিক এলাকার ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় এ বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশের বরাতে জানিয়েছে, গতকাল রোববার ভোরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় বর-কনে এবং পরিবারের অন্যান্য সদস্যরা নিহত হন। এ ছাড়া এই বিস্ফোরণে দুজন প্রতিবেশীও মারা যান। স্থানীয় প্রশাসক সাহেবজাদা ইউসুফ বলেছেন, গতকাল রোববার ভোরে বিস্ফোরণের বিষয়ে আগে সতর্ক করা হয়েছিল। পুলিশ কর্মকর্তারা ঘটনার তদন্ত করছেন। ইউসুফ বলেন, বিস্ফোরণে আশপাশের কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবার কাজের সুবিধার্থে ওই এলাকার রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই কর্মকর্তা আরও বলেন, গ্যাস সিলিন্ডার নাকি গ্যাস লাইনের লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে, তা জানার জন্য তদন্ত চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, শাহবাজ শরিফ বিস্ফোরণে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকার কারণে পাকিস্তানে অনেক পরিবার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। এই সিলিন্ডারগুলোতে গ্যাস লিকেজের কারণে বিভিন্ন ভয়াবহ বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটতে দেখা গেছে।


এই বিভাগের আরো খবর