সর্বশেষ :
ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪ ইন্টারনেট বন্ধের আড়ালে ইরানে হত্যাযজ্ঞের শঙ্কা নোবেলজয়ী শিরিন এবাদির দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফের ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উত্তর কোরিয়ার গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুদ্ধের শঙ্কা মহড়ার জন্য দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ ‘আমরা আমেরিকান হতে চাই না’: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা ২০২৫ সালে মসজিদে নববীতে কোরআনের হাফেজ হয়েছেন ৮,৩৩৫ শিক্ষার্থী ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া আগড়ঘাটায় নদী থেকে মরদেহ উদ্ধার উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এমিরেটসেই ভবিষ্যৎ বাঁধলেন বুকায়ো সাকা, আর্সেনালের সঙ্গে দীর্ঘ চুক্তির পথে

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

স্পোর্টস: আর্সেনালের উইঙ্গার বুকায়ো সাকা এমিরেটস স্টেডিয়ামে নতুন চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছেন। ক্লাব সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, ২৪ বছর বয়সী ইংলিশ তারকার সঙ্গে আর্সেনাল দীর্ঘমেয়াদী চুক্তিতে একমত হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।
সাকার চুক্তি পাঁচ বছরের হবে, যা অনুযায়ী তিনি ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন হবেন। বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার কাই হাভার্টজ, যাঁর সাপ্তাহিক বেতন প্রায় ২ লাখ ৮০ হাজার পাউন্ড। নতুন চুক্তিতে সাকা হয়তো তার থেকেও উপরে উঠে আসবেন।
সাকা আর্সেনালের হেল এন্ড একাডেমি থেকে উঠে এসেছেন এবং বর্তমান দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে সাতটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনি। একাধিকবার দলের নেতৃত্বও দিয়েছেন। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সেপ্টেম্বরেই বলেছিলেন, “আমি চাই সে নতুন চুক্তিতে সই করুক। সে এখানে খুশি, নিজের ভূমিকা নিয়ে গর্ববোধ করছে। বুকায়ো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
সাম্প্রতিক বছরগুলোতে আর্সেনাল তাদের সেরা খেলোয়াড়দের ধরে রাখায় সক্রিয়। উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালায়েস, তরুণ ইথান নোয়ানারি ও মাইলস লুইস-স্কেলির চুক্তির শর্তও উন্নত করা হয়েছে। সাকার চুক্তি চূড়ান্তের পর ক্লাবের নজর যেতে পারে মিডফিল্ডার ডেকলান রাইসের দিকে।
বিশ্বকাপ-সাপেক্ষ প্রস্তুতি ও প্রিমিয়ার লিগে শক্ত অবস্থানের সঙ্গে নতুন চুক্তি সাকার জন্য ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করছে। ২০১৮ সালে আর্সেনালে ডেবিউ করা এই তারকা ২৭ বছর বয়সে ইতোমধ্যেই ক্লাবের মূল স্তম্ভে পরিণত হয়েছেন।


এই বিভাগের আরো খবর