সর্বশেষ :
গড়মিল থাকায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল হোসেন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বাক্ষর—বাতিল স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর, কারাগারে ৪৫ দুনিয়া থেকে বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া বাগেরহাটে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল বাগেরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল বাগেরহাটে ব্লু-বিকন স্কিল একাডেমির উদ্বোধন তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার অঙ্গীকার করলো শি জিনপিং
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পার্থের কাছে হারলো রিশাদের হোবার্ট হারিকেন্স

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

খেলাধুলা:বিগ ব্যাশে এবার উইকেটের দেখা পাননি বাংলাদেশের রিশাদ হোসেন। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন রিশাদ। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় অবশ্য কিপটেই বলা যায় রিশাদকে। হাইস্কোরিং ম্যাচে পার্থ স্কর্চার্সের কাছে রানে হেরেছে রিশাদদের হোবার্ট হারিকেন্স। শেষ দিকে ব্যাট হাতে ৮ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলেন রিশাদ। বেলেরিভ ওভালে টসে জিতে আগে বোলিংয়ে নামে রিশাদদের হোবার্ট হারিকেন্স। শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে পার্থের ইনিংস টেনেছেন দুই ওপেনার মিচেল মার্শ এবং ফিন অ্যালেন। ইনিংসের ৫ম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। রানের লাগাম কিছুটা টেনে ধরেন। দিয়েছেন ৭ রান, উইকেট মেলেনি। ৭ম ওভারে আবার বোলিংয়ে আসেন রিশাদ। এবার আরও কিপটে, দিয়েছেন কেবল ৪ রান। এবারও উইকেট পাননি। ২ ওভারে ১১ রান দিয়ে উইকেটশুন্য রিশাদ হোসেন। রিশাদ আবার বোলিংয়ে ফেরেন ১৩তম ওভারে। এবার তাকে তুলোধুনো করেন মার্শ। সেই ওভারে রান আসে ১২। ১৬তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে আরও ১২ রান দিয়েছেন রিশাদ হোসেন। উইকেট পাননি একটিও। ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশুন্য থাকেন রিশাদ। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির খুব কাছে চলে যান মার্শ। বাকিদের মধ্যে ১০ বলে ১৬ রান করেন ফিন অ্যালেন। তিনে নামা কুপার কনোলি ৮ বলে ৪ রান করেন। চারে নেমে মার্শের সাথে তাণ্ডবে যোগ দেন অ্যারন হারডি। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৫৫ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন মার্শ। ৫৮ বলে ১০২ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হয়েছেন মিচেল মার্শ। শেষ দিকে হারডিও চলে যান সেঞ্চুরির কাছে। যদিও সেঞ্চুরি ছুঁতে পারেননি। ৪৩ বলে ৯৪ রান করে টিকে ছিলেন। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২৯ রানের সংগ্রহ দাঁড় করায় পার্থ স্কর্চার্স। হোবার্ট হারিকেন্সের হয়ে ২ উইকেট নেন নাথান এলিস। ১ উইকেট তুলেছেন মিচেল ওয়েন। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় হোবার্ট। ওপেনিং জুটি ভেঙেছে দলের ১৪ রানের মাথাতে। ৬ বলে ৪ রান করে বিদায় নেন মিচেল ওয়েন। টিম ওয়ার্ড ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ১৭ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলের ৩৮ রানের মাথাতে বিদায় নেন ওয়ার্ড। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে হোবার্ট। মাঝে কিছু ছোট ছোট ক্যামিও ইনিংস খেলেছেন নিখিল চৌধুরী, বেন ম্যাকডারমটরা। ১৫ বলে ৩১ রানের ক্যামিও খেলেন নিখিল। ম্যাকডারমট করেছেন ১২ বলে ১৮ রান। ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাথু ওয়েড। শেষে ১২ বলে ১৮ রান করেন রেহান আহমেদ। ১০ নম্বরে ক্রিজে আসেন রিশাদ হোসেন। নেমেই দারুণ এক চার হাঁকান তিনি। তবে বেশিক্ষণ টেকেননি ক্রিজে। ৮ বলে ১০ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন রিশাদ। শেষ দিকে ধুঁকেছে হোবার্ট। ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে থেমেছে হোবার্টের ইনিংস। ৪০ রানে জয়লাভ করে পার্থ স্কর্চার্স। পার্থের হয়ে ৩ উইকেট নেন অ্যাশটন অ্যাগার। ২টি করে উইকেট শিকার করেছেন অ্যারন হারডি এবং জোয়েল প্যারিস। ১টি করে উইকেট তোলেন কুপার কনোলি এবং ব্রডি কুচ।


এই বিভাগের আরো খবর