শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষে থাইল্যান্ডের ৮ সেনা নিহত

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত মোট ৮ জন থাই সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার থাই সেনাবাহিনীর বরাত দিয়ে খাওসোদ সংবাদপত্র জানিয়েছে, আজ সকালেও দু’জন নিহত হয়েছেন। সংবাদপত্রটি উল্লেখ করেছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় লড়াই আরও তীব্র হচ্ছে। গত ৭ ডিসেম্বর থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে নতুন করে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। থাই আর্মি জানিয়েছে, কম্বোডিয়ান বাহিনী ওইদিন ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোতে গোলাবর্ষণ শুরু করে। এরপর থাই বিমান বাহিনী কম্বোডিয়ান সামরিক অবকাঠামোতে আক্রমণ করে। থাই সেকেন্ড আর্মি এরিয়া জানিয়েছে, কম্বোডিয়া গত সোমবার এবং মঙ্গলবার ‘ইগ-২১’ মাল্টিপল রকেট লঞ্চার এবং কামিকাজে ড্রোন দিয়ে থাই ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং শত্রুর ক্ষতি করতে থাই সেনাবাহিনী পাল্টা গুলি চালায়।


এই বিভাগের আরো খবর