মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরীতে সহায়তার লক্ষ্যে ৬ জন উপকারভোগীদের মধ্যে আয় বৃদ্ধিমূলক কার্যক্রম (আই.জি.এ) সহায়তা প্রদান করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি ও সিসিআরসির মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১১টায় আমড়াগাছিয়া বাজারে বকনা বাছুর ক্রয় করে ৬ জন উপকারভোগীদের মাঝে ওয়ারিন্টেশন ও একটি করে গরু বিতরণ করেন মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. মো. আবু হানিফ।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিবির কর্মকর্তা আবুল কালাম আজাদ, কংকন বৈরাগী, দিপু হালদার ও স্নিগ্ধা পাল। উপকারভোগীরা হলেন, খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের হেমায়েত হাওলাদার, মহিদুল হাওলাদার, শামিম শেখ, আল আমিন হাওলাদার, নাজমা বেগম ও সন্ন্যাসী গ্রামের জহির উদ্দিন।