বিদেশ : গত কয়েক দশক ধরেই আন্তর্জাতিব মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগতে থাকা পাকিস্তান। এবার ঋণ হিসেবে আরও ১২০ কোটি ডলার দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থাটি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটির নির্বাহী বোর্ড। নির্বাহী বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সংক্রান্ত তথ্য দ্বিতীয় দফায় পর্যালোচনা করার পর আইএমএফের নির্বাহী বোর্ড দেশটিকে আরও ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত হলো, ঋণের এই অর্থের মধ্যে ১০০ কোটি ডলার নিয়মিত অর্থনৈতিক কার্যক্রম এবং বাকি ২০ কোটি ডলার জলবায়ু সংক্রান্ত বিভিন্ন দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত অবকাঠামো নির্মাণ ও কর্মসূচিতে ব্যয় করতে হবে।’ এর আগে, ২০২৪ সালে দুই দফায় পাকিস্তানকে মোট ৩৩০ কোটি ডলার ঋণ দিয়েছিল আইএমএফ। শর্ত ছিল, আগামী ৩৭ মাসে কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে ইসলামাবাদ। সেই ৩৩০ কোটি ডলারের সাথে যুক্ত হলো নতুন এই ১২০ কোটি ডলার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে আইএমএফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আইএমএফের এই ঋণ মঞ্জুর প্রমাণ করছে যে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার সঠিক পথে আছে।’ সংস্কার কর্মসূচিতে সহযোগিতার জন্য পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন শেহবাজ শরিফ। পাশাপাশি বিশেষভাবে প্রশংসা করেছেন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবকে। শেহবাজ শরিফ জানান, এই ঋণ প্রাপ্তির পেছনে মুহাম্মদ আওরঙ্গজেবের ‘অক্লান্ত পরিশ্রম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।