বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রতিনিধি:
/ ২
দেখেছেন:
পাবলিশ:
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় বাগেরহাটের কচুয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে কচুয়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মুফতি সরদার মোঃ ইমরান হোসেন।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাদিয়ুজ্জামান হিরু, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন প্রমুখ।
ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় জেল খানায় রেখে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে অসুস্থ্য করেছে বলে দাবি করেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে পুরাতন জেল খানার জরাজীর্ণ হাসপাতালে রাখা হয়েছে। সেখানে রেখে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। যার কারণে তিনি অসুস্থ্য হয়ে পড়েছেন। আমরা তার সুস্থ্যতা কামনা করছি। দোয়াকরি গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যে এই বাংলা মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাসি দেখে যেতে পারেন।