বাগেরহাট প্রতিনিধিঃ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর আয়োজনে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় প্রবীনদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার ( ৮ ডিসেম্বর)সকালে রিকের এরিয়া কার্যালয়. বাগেরহাটের সদর উপজেলার ১০টি ইউনিয়নের ২০০ জন প্রবীনদের মাঝে এই শীতবস্ত বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, রিকের জোনাল ম্যানেজার পিরোজপুর জোন মোঃ আখতারুজ্জামান, প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ফারুক রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন। প্রবীণ কল্যাণ কর্মসূচি রিকের বিমরতা ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও রিকের বাগেরহাট এরিয়া ম্যানেজার মোঃ ইনছান আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার দশটি ইউনিয়নের প্রবীণ কল্যাণ কর্মসূচির ইউনিয়ন কমিটির সভাপতি বৃন্দ। প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় ২০০ জন প্রবীণ ব্যাক্তি কে শীতবস্ত্র (কম্বল )বিতরণ করা হয়।