এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার আসর নামাজ বাদ তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার।
বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা, বারইখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পলাশ হোসেন মৃধা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মাওলানা ইমরান হোসেন।