সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সুদানের সাউথ করদোফান রাজ্যের কালোগি এলাকায় আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪৬ জন শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রথমে আরএসএফ একটি কিন্ডারগার্টেনে হামলা চালায়। পরে যখন উদ্ধারকর্মী ও বেসামরিক লোকজন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তাদের ওপর দ্বিতীয় দফা হামলা হয়। সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) সূত্রও এই তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া শহরের হাসপাতাল ও সরকারি ভবনেও বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। সুদান ডক্টরস নেটওয়ার্ক বলছে, বেসামরিক মানুষের ওপর এ ধরনের ধারাবাহিক হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সংস্থাটি জানায়, বারবার হামলার কারণে হতাহত মানুষের সংখ্যা বাড়তেই থাকছে, কারণ আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ কমে গেছে। ইউনিসেফের প্রতিনিধি শেলডন উয়েত বলেন, বিদ্যালয়ের ভেতর শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয়। ২০২৩ সাল থেকে সুদানে সেনাবাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। সেনাবাহিনী মূলত কেন্দ্র ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে, আর আরএসএফ পশ্চিমাঞ্চল-বিশেষ করে উত্তর করদোফান ও দারফুর এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলছে। দীর্ঘ সংঘাতে লাখো মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছে।


এই বিভাগের আরো খবর