শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব সহায়তা মিলবে, পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিনিধি: / ২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তিনি চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি আবেদন করলেই মন্ত্রণালয় সেটি ইস্যু করবে। তৌহিদ হোসেন বলেন, “যারা দেশে ফিরতে চান এবং যদি তাদের পাসপোর্ট না থাকে, তাহলে একবারের জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়। এটি একদিনেই করে দেওয়া যায়। সময় লাগে না।” তিনি আরও জানান, তারেক রহমানের কাছে বর্তমান বাংলাদেশি পাসপোর্ট আছে কি না, সে তথ্যও মন্ত্রণালয়ের কাছে নেই।

সচিবালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে সরকার প্রস্তুত আছে। তার ভাষায়, “চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে, আর দল বা পরিবার সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদও বৈঠকে প্রস্তুতির কথা জানিয়েছে এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছে।

এক প্রশ্নে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিয়ে কোনো তথ্য কেন নেই, সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা জানান, এ বিষয়ে এখনো কেউ সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই মন্ত্রণালয়ের পক্ষেও মন্তব্য করার মতো নির্দিষ্ট তথ্য নেই। তিনি বলেন, “উনি চাইলে আমরা সহযোগিতা করব, ট্রাভেল পাস ইস্যু করব। এটাই মূল বিষয়।”

বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য না এলেও রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। মঙ্গলবারের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের অবস্থান সহযোগিতামূলক, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ব্যক্তিগত ও রাজনৈতিক পক্ষের।


এই বিভাগের আরো খবর