সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিদেশি পর্যটকের জন্য মার্কিন জাতীয় উদ্যানের প্রবেশমূল্য বাড়ছে

প্রতিনিধি: / ২১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বিদেশ : মার্কিন ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জাতীয় উদ্যানগুলোতে প্রতিবছর যে বিপুলসংখ্যক আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেন, তাদের জন্য অতিরিক্ত ১০০ ডলার প্রবেশমূল্য আরোপ করা হবে। পাশাপাশি ‘ফি-ফ্রি ডে’ বা বিনা মূল্যে প্রবেশের বিশেষ দিনগুলো শুধু মার্কিন নাগরিকদের জন্যই রাখা হবে। ওই দিন বিদেশি পর্যটকরা সেখানে প্রবেশ করতে পারবেন না। ন্যাশনাল পার্ক সার্ভিসের নতুন ঘোষণা অনুযায়ী, ‘আমেরিকা ফার্স্ট এন্ট্রি ফি পলিসি’ চালু করা হচ্ছে। এই সিদ্ধান্ত আসছে এমন সময় যখন, জাতীয় উদ্যানগুলো বড় কর্মী হ্রাস ও বাজেট কাটছাঁটের চাপের মুখে পড়েছে। এ ছাড়া সামপ্রতিক সরকারি শাটডাউন চলাকালীন যে ক্ষতি হয়েছে, তা থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছে উদ্যানগুলো। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই নতুন প্রবেশমূল্য ১১টি জাতীয় উদ্যানকে প্রভাবিত করবে, যার মধ্যে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন, ইয়েলোস্টোন এবং ইয়োসেমিটি। ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন প্রবেশমূল্য। বিদেশি পর্যটকদের বার্ষিক পার্ক পাসের মূল্য ২৫০ ডলার করা হবে। অন্যদিকে মার্কিন নাগরিকদের জন্য বার্ষিক পার্ক পাসের মূল্য আগের মতো ৮০ ডলার থাকবে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রসচিব ডগ বারগাম সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘নতুন নিয়মে মার্কিন করদাতারা সস্তায় পার্কে ঘুরতে পারবেন এবং পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্যান রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে তাদের ন্যায্য অবদান রাখবেন।’ হোয়াইট হাউস এঙ্ েএকটি পোস্ট দেওয়া হয়েছে। যেখানে প্রবেশমূল্যের বৃদ্ধির কথা বলা হয়েছে এবং শেষের দিকে লেখা ছিল—‘আমেরিকা ফার্স্ট।’ গত জুলাই মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যার মাধ্যমে পার্কগুলোতে বিদেশি পর্যটকদের জন্য প্রবেশমূল্য বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাসোসিয়েশন অনুমান করেছে, ২০১৮ সালে জাতীয় উদ্যান ও স্মৃতিস্তম্ভে ১৪ মিলিয়নের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছিলেন। ইয়েলোস্টোন জানিয়েছে, ২০২৪ সালে প্রায় ১৫ শতাংশ দর্শক দেশের বাইরে থেকে এসেছিলেন, যা ২০১৮ সালে ৩০ শতাংশ ছিল। স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রবেশমূল্য থেকে আসা অর্থ জাতীয় উদ্যানগুলোর রক্ষণাবেক্ষণ এবং দর্শনার্থীদের সুবিধা উন্নয়নে ব্যবহার করা হবে। সূত্র : এনবিসি নিউজ।

 


এই বিভাগের আরো খবর